? Facebook Hackathon Details and How to Win ?

ফেসবুক হ্যকাথন হচ্ছে ফেসবুকের একটি ইনিশিয়েটিভ । যাতে ফেসবুকের বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তরুণরা বানাতেপারে প্রজেক্ট এবং জিতে নিতে পারে পুরস্কার । পার্টিসিপেশন এর শেষ দিন ২৪ জুন। যারা যারা অংশগ্রহন করবেন তারা সকলেই পাবেন ফেসবুকের পক্ষ থেকে swag অর্থাৎ গিফট রয়েছে ( স্টক শেষ না হওয়া পর্যন্ত)।
১। প্রথমে https://devpost.com/facebook এই লিংকে যেতে হবে।
২। এই ওয়েবসাইটে যাওয়ার পর তিনটি Hackathon দেখতে পারবেন। এর মধ্যে “Messenger Hackathon” টি সিলেক্ট করবেন । এরপর ডানপাশে একটি Registration অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করার পরে আবার Home এ আসতে হবে।
৩। এবার হোমে এসে Get Started এ ক্লিক করলে একটি ফর্ম আসবে।
৪। ফর্মটিতে কি বানাচ্ছেন, কেন বানাচ্ছেন সকল তথ্য, একটি ভিডিও এবং স্লাইড দিতে হবে এবং আমরা যে বটটি তৈরি করেছি তার লিংক দিতে হবে। ২ মিনিটের একটি ডেমো ভিডিও আপলোড করা যেতে পারে।
৫। Chatfuel.com দিয়ে খুব সহজেই বট বানাতে পারবেন।
৬। আপনারা চাইলে টিম গঠন করেও অংশগ্রহণ করতে পারেন। একটি টিম এ সর্বোচ্চ ২-৪ জন সদস্য থাকলে ভালো।
৭। প্রোজেক্ট এর লিংক সাবমিট করতে হবে । লিংক সাবমিট: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe0ufde_2uAFyTXlq9tuS-OYqcI8D8Kaj2Swx6mdfIu1cO3Kw/viewform
বট তৈরি করা এবং সাবমিশনের বিস্তারিত তথ্য জানতে নিচের ওয়ার্কশপটি দেখুন:  

  • Facebook Online Hackathon উইনারদের জন্য থাকছেঃ
    ১ম বিজয়ী:
    -৩০০০ USD
    -ফেসবুকের ইঞ্জিনিয়ার এর সাথে মিটিং এর সুযোগ!
    -অকুলাস ভিআরের হেড সেট (ম্যাক্সিমাম ৪ জনকে দেওয়া হবে, কোন টিমে ৪ জন এর বেশি থাকলে দেওয়া হবে না)
    ২য় বিজয়ীঃ
    ২৫০০ USD 
    ৩য় বিজয়ীঃ
    ১৫০০ USD 

How to participate in Facebook Online Hackathon?

  1. At first, https://devpost.com/facebook go to the link.

  2. You will find three Hackathon Videos on the website. Then Select the “Messenger Hackathon”. You will find an option for Registration.

  3. Click the registration option and then go back to the Home page.

  4. Click on “Get Started” and you will find a form.

  5. Fill up the form with all the information of what you are building and the purpose of the building. You have to submit a demo video, slide and the link of the bot which is made by us.

  6. You can make a bot by using Chatfuel.com

  7. You can make a team ( Maximum 4 members are preferred).

  8. You have to submit your project link to us so that we can check it and suggest you.

  9. Fill up the form: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe0ufde_2uAFyTXlq9tuS-OYqcI8D8Kaj2Swx6mdfIu1cO3Kw/viewform

If you want to do advance things you will find links at the dashboard.

The last day of participation is 24th June. All the participants will get swags which mean gifts from Facebook (until the stock lasts). So hurry up and register yourself!