নব্য উদ্যোক্তাদের ব্যবসায়ীক সাফল্য বৃদ্ধিতে স্টার্ট করো এর চতুর্থ আসর অনুষ্ঠিত

আয়োজিত হয়ে গেল স্টার্ট করো এর চতুর্থ আসর। স্টার্ট করো মুলত একটি ইনকিউবেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মুল উদ্দেশ্য যারা নব্য উদ্যক্তা, অর্থাৎ, নতুন ব্যবসা অথবা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছেন, তাদের আইডিয়া টু প্রোডাক্ট এবং প্রোডাক্ট টু বিজনেস পুরো পদ্ধতির বিকাশ এবং সম্প্রসারণ করতে সাহায্য করা। স্টার্ট করো প্রোগ্রামটির মাধ্যমে চেষ্টা করা হয় উপযুক্ত প্রশিক্ষণমূলক বিভিন্ন সেশনের মাধ্যমে এই নব্য স্টার্টাপ বা বিজনেজ আইডিয়া গুলিকে এমনভাবে গড়ে তোলা, যেন তারা তাদের আইডিয়াগুলিকে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সামনে সহজেই তুলে ধরতে পারে।

প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশ বিগত ২০২০ সাল থেকে এই প্রোগ্রামটি পরিচালনা করে আসছে এবং পরবর্তীতে ২০২১, এবং ২০২২ সালে স্টার্ট করো এর আরো ২টি সিজন অনুষ্ঠিত হয়, যার ধারাবাহিকতায় এই বছর ২০২৩ সালে প্রতিষ্ঠান দুটি এর ৪র্থ সিজন আয়োজন করে।

এছাড়াও এই প্রোগ্রামটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যেসব কোম্পানি গুলি যোগদান করেন তারা হচ্ছে ইনোভেশন এন্ড ইন্টারপ্রিনরশিপ একাডেমি (আইডিয়া), জার্মান এম্বাসি ঢাকা, জার্মান বিজনেস কাউন্সিল এবং দা ডেইলি স্টার।

এই প্রোগ্রামটির অংশ হিসাবে ৫টি ভার্চুয়াল সেশন এবং ২ টি বুটক্যাম্প আয়োজিত হয়, যার মাধ্যমে চূড়ান্ত ১০ প্রতিযোগিকে বেছে নেওয়া হয় ডেমো ডে তে অংশগ্রহণের জন্য। এই চূড়ান্ত ১০ জন প্রতিযোগিকে নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল এই প্রোগ্রামটির ডেমো ডে বিগত ১৭ই আগস্ট ২০২৩ জার্মান এ্যাম্বাসিতে।

চূড়ান্ত ১০ প্রতিযোগি, যাদেরকে বুটক্যাম্প থেকে তাদের ব্যবসায়িক ধারনা অনুসারে বেছে নেওয়া হয়েছিল, তারা জুরি বোর্ডের সামনে তাদের ব্যবসা পিচের মাধ্যমে উপস্থাপন করে। জনাব হাসান এ. আরিফ, হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড; জনাব ইমরান কাদির, মার্কেটিং প্রধান, ডি ডেইলি স্টার; মিস সায়মা রহমান, সিইও এবং প্রতিষ্ঠাতা, এসআর ভেঞ্চার অ্যান্ড কনসালটেন্সি; জনাব আরিফুল হাসান অপু, সিইও, ই-সফট এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনোভেশন ফোরাম; এবং ড. নাজমুল হোসেন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এফএনএফ বাংলাদেশ জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। জনাব আশরাফুল তানভীর, হেড অব অপারেশনস, প্রেনিউর ল্যাব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে তার বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানটিতে শীর্ষস্থানীয় অংশগ্রহণকারী স্টার্ট-আপগুলি ছিল: মিম্বা, এসক্রে, ইকোসেল্টার, সাইবারিজম, ইকোলারি, ট্যুরিস্টা, সব সার্ভিস, হিলিং টি, এয়ার ট্যাক্সি বিডি, এবং উইজকিন।ঙ্গেখান থেকে চূড়ান্ত ৫ টি স্টার্টাপকে বেছে নেওয়া হয় বিজেতা হিসাবে, তাদের পিচিং এর ভিত্তিতে যারা আয়োজকদের থেকে পরবর্তীতে ক্যাশ প্রাইজ পাবেন।

এই প্রোগ্রামটি উদ্যোক্তা সহ সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি মূল্যবান সুযোগ ছিল। এটি ব্যবসায়িক ্বৃদ্ধি বাড়ানোর জন্য কৌশলগুলির অন্তর্দৃষ্টি প্রদান করে এবং কীভাবে সেগুলিকে কার্যকরভাবে ব্যবহার করা যায় সেটি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেয়। 2014 সাল থেকে, প্রেনিউর ল্যাব বিশেষ করে নারী, যুবক এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য কাজ কওরে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে কর্মশালা, বুটক্যাম্প এবং হ্যাকাথনের মতো বেশ কিছু আয়োজন। ্সটার্ট করো ছিল তারই একটি অংশ। ভবিষ্যতেও প্রেনিউর ল্যাব এই ধরণের উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদী।