করোনা টিকা নেওয়ার আগে যে বিষয়গুলো জানা উচিত

বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেছে গত ২৭ শে জানুয়ারি থেকেই। ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে এই টিকাটি আনা হচ্ছে। সিরাম ইন্সটিটিউট এই টিকাটি উৎপাদনে অ্যাস্ট্রাজেনেকার সহযোগী প্রতিষ্ঠান। ভারতে তারাই এই টিকাটি উৎপাদন করছে। ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা “কোভিশিল্ড”  বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মিয়ানমারে পাঠানো হচ্ছে। এই টিকার প্রথম ডোজ দেওয়ার পর ৪ থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়। শুরুতে টিকা নিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করলেও এখন অনেকেই টিকা নিতে আগ্রহী হচ্ছেন। ভিড় বাড়ছে টিকাদানকেন্দ্র গুলোতে । এখন পর্যন্ত টিকা দেওয়ার পর কারো বড় ধরণের কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। 

কিছু কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা অনেকের মাঝে দেখা দিয়েছে যেমনঃ মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম ভাব, বমি বমি ভাব বা বমি হওয়া, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া বা হালকা ব্যথা হওয়া, অবসাদ, জ্বর হওয়া- এসব খুবই স্বাভাবিক  এতে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এধরণের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া যেকোন টিকার ক্ষেত্রেই হতে পারে। এগুলো সাধারণত কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 

করোনা টিকা নেওয়ার আগে নিম্ন লিখিত বিষয়গুলো জানা উচিতঃ 

১। টিকা দেওয়ার পূর্বে মানসিকভাবে প্রস্তুত থাকবেন। টিকা দেওয়ার আগে দূরে কোথাও ঘুরতে যাওয়া থেকে বিরত থাকা উচিত। কোন হাই ডোজের ওষুধ গ্রহণ করলে টিকা দেওয়ার পূর্বে তা চিকিৎসকের সাথে কথা বলে নিবেন। 

২। যাদের ডায়বেটিস বা উচ্চ রক্তচাপ আছে তারা টিকা নেওয়ার পূর্বে সব নিয়ন্ত্রণে রাখবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিবেন। সুগার , শর্করা নিয়ন্ত্রণে আছে কিনা তা চেক করে নিবেন । 

৩। টিকা নেওয়ার পূর্বেই কোন ধরণের প্যারাসিটামল বা ব্যথা নাশক ঔষধ খাওয়ার দরকার নেই। এতে টিকার কার্যকারিতায় প্রভাব পরতে পারে। টিকা নেওয়ার পরে ব্যথা অনুভব হলে ঔষধ খাওয়া যেতে পারে। 

৪। টিকা দেওয়ার পরে পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রয়োজনে ১ দিন কর্মবিরতি নিন। পর্যাপ্ত পানি খান । টিকা দেওয়ার পরে শারীরিক দুর্বলতা বা ক্লান্তি ভাব হতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। 

৫। যাদের অ্যালার্জির সমস্যার আছে তাদের টিকা দেওয়ার পরে ঐ স্থানে র‌্যাশ হতে পারে । এতে ঘাবড়ানোর কিছু নেই। ডাক্তারের পরামর্শে ঔষধ খাওয়া যেতে পারে। 

৬। ভ্যাকসিন নেওয়ার পর কোনো খারাপ লাগা বা সমস্যা দেখা দিলে টিকাদান কেন্দ্রের স্বেচ্ছাসেবী, কর্তব্যরত চিকিৎসক বা নার্সকে অবহিত করুন। 

৭। করোনা টিকার জন্য রেজিস্ট্রেশান করুন এখানেঃ http://www.surokkha.gov.bd