ডিজিটাল নারী উদ্যোক্তাদের বুটক্যাম্প ও ডেমো ডে

নারীদিবস উপলক্ষ্যে প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশ যৌথভাবে “#DigitALL – Entrepreneurship Bootcamp for Women” নামের একটি বুটক্যাম্পের আয়োজন করে যার ডেমো ডে অনুষ্ঠিত হয়ে গেল গত ১২ মার্চ ২০২৩। এটি ছিল একটি চারদিন মেয়াদী কর্মশালা যার প্রথম দুইটি সেশন অনুষ্ঠিত হয় ভার্চুয়াল্ভাবে ৫ এবং ৬ মার্চ ২০২৩ তারিখে এবং পরবর্তী দুইটি সেশন অনুষ্ঠিত হয় ফিজিক্যালভাবে ৭ এবং ১২ মার্চ ২০২৩ তারিখে।

প্রোগ্রামটির রেজিস্ট্রেশনের পর বিশেষভাবে যেসমস্ত নারীরা ব্যবসায়ে আগ্রহী তাদেরকে বেছে নেওয়া হয়েছিল অংশগ্রহণের জন্য। ভার্চুয়াল সেশনে প্রায় ৪৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং ফিজিক্যাল বুটক্যাম্পে ৩৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন যাদের মধ্যে ১৫ জন তাদের বিজনেস আইডিয়াগুলি বিচারকদের সামনে তুলে ধরেন।

জনাব শাহ পরান, প্রতিষ্ঠাতা এবং সিইও, হ্যান্ডিমামা প্রথম দিনের ভার্চুয়াল সেশনটি পরিচালনা করেন। মিস এমরাজিনা ইসলাম, সহ-প্রতিষ্ঠাতা, ইমরাজিনা টেকনোলজিস দ্বিতীয় ভার্চুয়াল সেশনের বক্তা ছিলেন। বুটক্যাম্প ডে ইভেন্টের তৃতীয় দিনের বক্তারা ছিলেন মোঃ আলতামিশ নাবিল, জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি; সৈয়দ নাইমুল হোসেন, বাংলা ইন্সটিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং জনাব শোয়েব মোহাম্মদ খান, সহজের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার । এই প্রোগ্রামটির ডেমো ডে টি ছিল চতুর্থ দিনে। এইদিনে জুরি বোর্ডের সামনে, অংশগ্রহণকারীরা তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করেন এইদিনে।

এই প্রোগ্রামটির ডেমো ডে টি ছিল চতুর্থ দিনে। এইদিনে জুরি বোর্ডের সামনে, অংশগ্রহণকারীরা তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করেন। ডেমো ডে তে অংশ নিতে উপস্থিত ছিলেন ৭০ অধিক নারী উদ্যোক্তারা যাদের মধ্যে ১৪ জন নারী উদ্যোক্তা তাদের বিজনেস প্ল্যান বিচারকদের সামনে পিচ করেন। ব্যবসায় উদ্যোগ এবং অগ্রগতির জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয়াবলি সংক্রান্ত আলোচনার মাধ্যমে উপস্থিত অংশগ্রহণকারীদের ব্যবসায়ীক জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন সেশন পরিচালিত হয়। ডেমো ডের এই প্রোগ্রামটিতে মেন্টর হিসাবে উপস্থিত ছিলেন ড. নাজমুল হোসেন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এফএনএফ বাংলাদেশ; মেহেদী হাসান সাগর, ম্যানেজিং ডিরেক্টর, এসএমই ভাই এবং রাহিতুল ইসলাম রুয়েল, লেখক এবং সাংবাদিক, দৈনিক প্রথম আলো। এছাড়াও এইদিনে অনুষ্ঠিত পিচিং প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ গোস্বামী, অপেরেশনস টিম লিড, আইডিয়া প্রজেক্ট, স্টার্টাপ বাংলাদেশ; রেবেকা সুলতানা, প্রজেক্ট অফিসার, ইউএনডিপি বাংলাদেশ এবং আছিয়া নীলা, প্রতিষ্ঠাতা এবং সিইও, ওমেন ইন ডিজিটাল। এছাড়াই এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল তানভীর, হেড অফ অপারেশনস এবং এ্যাডমিন, প্রেনিউর ল্যাব।

অংশগ্রহণকারীদের ভাষ্যমতে এই কর্মশালাটি তাদের জন্য একটি চমৎকার শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। অংশগ্রহণকারীরা তাদের ব্যবসা-সম্পর্কিত চিন্তাভাবনা এবং প্রতিভাকে আরও উন্নত করতে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নীতিসংক্রান্ত জ্ঞানলাভে সক্ষম হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে।

২০১৪ সাল থেকে, প্রেনিউর ল্যাব সারা বিশ্ব জুড়ে নারী, তরুণ এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছে। এই উপলক্ষে তারা সেমিনার, বুটক্যাম্প এবং হ্যাকাথনের মত ব্যতিক্রমী আয়োজনগুলি সম্পন্ন করেছে বিভিন্ন সময়ে। এই অধিবেশনটিও ছিল তাদের নারী স্বাধীনতা এবং ক্ষমতায়ন উদ্যোগের একটি অংশ। প্রেনিউর ল্যাব ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আশাবাদী।